Site icon Jamuna Television

বিষ দিয়ে এক ঝাঁক ময়ূর হত্যা!

ভারতের জাতীয় পাখি ময়ূর। আর বিষ খাইয়ে সেই ময়ূরকেই মেরে ফেললেন সেই দেশের এক কৃষক। তাও আবার এক-দুইটি নয়; ২৩ ময়ূর হত্যা করেছেন এক কৃষক।

এ ঘটনায় অভিযুক্ত কৃষক দিনেশ কুমারকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

এএনআই জানায়, ভারতের রাজস্থানের বিকানের জেলার সেরুনা গ্রামের কৃষক দীনেশ কুমার এ ঘটনা ঘটিয়েছে। ফসল বাঁচাতে বিষ খাইয়ে ২৩ ময়ূর মেরে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

তবে ময়ূর মারার উদ্দেশ্য ছিল না বলে জানান তিনি। তিনি বলেন, ইঁদুর বা ওই জাতীয় প্রাণী ও অন্যান্য পাখিদের হাত থেকে ফসল বাঁচাতে ক্ষেতে বিষ মিশিয়ে শস্যদানা রেখে দিয়েছিলাম। ওই বিষ মেশানো শস্যদানা খেয়ে মারা গেছে ২৩টি ময়ূর।

এ বিষয়ে রাজ্যটির বন বিভাগের কর্মকর্তা ইকবাল সিং জানিয়েছেন, একটি মটর ক্ষেতের চারপাশে মৃত ময়ূরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তারা। ওই বিষ মেশানো দানা শস্য খেয়েই মৃত্যু ঘটেছে।

ময়ূরগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার অভিযুক্ত দীনেশ কুমারকে আদালতে তোলা হয়। ময়নাতদন্তের রিপোর্টের সাপেক্ষে ওই কৃষকের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন আদালত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই

Exit mobile version