Site icon Jamuna Television

আগামীকাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের সকাল ১০টায় এর উদ্বোধন করবেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটা প্রথম কাউন্সিল। এদিকে কাউন্সিল ঘিরে জমজমাট এখন জাতীয় পার্টির প্রধান দুটি কার্যালয়। বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের পাশাপাশি কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণের কাজ, ডেলিগেট কার্ড বিতরণসহ বাকি প্রস্তুতি শেষ হওয়ার পথে।

Exit mobile version