Site icon Jamuna Television

বিমানে দাঁড়িয়ে নাজি স্যালুট, নারী যাত্রী গ্রেফতার

পোল্যান্ডের ওয়ারসো থেকে থেকে ইংল্যান্ডের লিভারপুলগামী এক বিমানে উঠেছিলেন তিনি। এক পর্যায়ে যাত্রীভরা বিমানে দাঁড়িয়ে নাজি স্যালুট ঠুকেন তিনি। আর চিৎকার করে বর্ণবাদী বিভিন্ন কথা বলা শুরু করেন।

এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বরে জানিয়েছে ডেইলি মেইল। যাত্রীদের কেউ কেউ তার এমন অদ্ভুত আচরণের ভিডিও ধারণ করেছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী জার্মানির নাজি পার্টির মতো করে ‘হেইল হিটলার’ স্যালুট দিয়ে উচ্চসুরে কথা বলতে শুরু করেন।

২৭ বছর বয়সী নারীকে পুলিশ গ্রেফতারের পর জানায় তিনি মদ খেয়ে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। পাশের এক যাত্রীকে উদ্দেশ্য করে তিনি বলে উঠেন, “তোমার কাজই হলো একজন নিগার হওয়া”।

‘নিগার’ শব্দটিকে কালো মানুষদের প্রতি চরম ঘৃণাসূচক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি আইনত অপরাধ। উইজ এয়ারের বিমান ক্রুরা তাকে থামাতে চেষ্টা করলেও সক্ষম হননি।

ঘটনার ভিডিও করা একজন যাত্রী বলেন, একজন পোলিশ নাগরিক হিসেবে এই ঘটনা দেখে আমি খুবই ক্ষুব্ধ হয়েছি। খুবই ঘণ্য কাজ ছিল এটি।

Exit mobile version