Site icon Jamuna Television

শাহজালালে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হচ্ছে আজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাঙ্ক্ষিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যাপক চাহিদা সামাল দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে টার্মিনালের পরিধি বাড়ানোর পরিকল্পনায় এই টামিনাল তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। ২১ হাজার ৩শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে চার বছর। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা বোয়িং সিরিজের নতুন ড্রিমলাইনার “সোনার তরী” ও “অচিন পাখি’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version