Site icon Jamuna Television

ম্যান সিটির লজ্জার হার

বড়দিনের আনন্দটা মলিন হয়ে গেল ম্যানচেস্টার সিটি সমর্থকদের। কারণ, উলভারহ্যাম্পটনের কাছে ৩-২ গোলে হারের লজ্জা পেয়েছে পেপ গার্দিওলা র্শীষ্যরা।

অ্যাওয়ে ম্যাচে ১২ মিনিটে প্রথম ধাক্কা খায় সিটি। লালকার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। তবে শুরুর ধাক্কা প্রথমার্ধে কাটিয়ে ওঠে সিটিজেনরা। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রাহিম স্টারলিং। ৫০ মিনিটে ডিব্রুইনার অ্যাসিস্টে সিটিকে ২-০তে এগিয়ে দেন স্টারলিং। ঠিক ৫ মিনিট পর শুরু উলভসদের প্রত্যাবর্তন।

৫৫ মিনিটে অ্যাডামা ট্রায়োরে দুর্দান্ত গোলে ব্যবধান কমান। ৮২ মিনিটে রাউল জেমিনেস আর ৮৯ মিনিটে ম্যাট ডহেথি স্কোর শিটে নাম তুললে জয়ী বেশে মাঠ ছাড়ে উলসভরা। এই জয়ে ৫ নম্বরে উঠে এসেছে উলভস আর তিন নম্বরে থাকা সিটির লিভারপুলের সাথে এক ম্যাচ বেশি খেলেও পয়েন্ট ব্যবধান ১৪।

Exit mobile version