Site icon Jamuna Television

ঈশ্বর, আর একবার বিশ্বকাপ জয়ের সুযোগ দাও: ম্যারাডোনা

ঈশ্বর, আর্জেন্টিনাকে আর একবার বিশ্বকাপ জয়ের সুযোগ দাও। এমন আরজি খোদ ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনার। বিখ্যাত কাসা রোসাদার ব্যালকনিতে সমর্থকদের সামনে ৮৬ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা দেখিয়ে এমন আর্জি জানান তিনি।

সম্ভাবনার সর্বোচ্চ স্ফুলিঙ্গ দেখিয়েও আকাশি-নীল জার্সিতে বিশ্বকাপ জেতা হয়নি মেসি-ভেরন-সিমিওনে-রিকুয়েলমেদের। তাইতো ঈশ্বরের কাছে এমন প্রার্থনা ফুটবল ঈশ্বর ডিয়াগো ম্যারাডোনার।

এদিন ‘৮৬ বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে আবেগঘন মুহুর্ত উপহার দিলেন এই ফুটবল ঈশ্বর। ছোট এই রেপ্লিকা নিয়েও মজা করতে ছাড়েননি তিনি।

এর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ম্যারাডোনা। উপহার দেন অটোগ্রাফসহ তার ১০ নম্বর জার্সি।

আর্জেন্টিনা আর একবার বিশ্বকাপ জিতুক। ঈশ্বরের কাছে ম্যারাডোনার এমন আরজি কি উজ্জীবিত করবে মেসি-অ্যাগুয়েরোদের?

Exit mobile version