Site icon Jamuna Television

জাতীয় পার্টির কাউন্সিল শুরু, উদ্বোধন করলেন জিএম কাদের

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সকাল ১০টার দিকে এর উদ্বোধন করেন। প্রায় ১০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সম্মেলন স্থলের আশেপাশে শোভা পাচ্ছে রংবেরংয়ের ব্যানার-ফেস্টুন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের প্রত্যাশা বর্তমান চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে এগিয়ে যাবে জাতীয় পার্টি।

Exit mobile version