Site icon Jamuna Television

রোহিঙ্গা নির্যাতন বন্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার নিন্দা এবং জরুরি ভিত্তিতে নির্যাতন বন্ধে প্রস্তাব আনলো জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবার, সেটি ১৩৪-৯ ভোটে পাস হয়; অনুপস্থিত ছিলো ২৮ সদস্য।

রেজ্যুলশনটিতে রাখাইন-কাচিন ও শান রাজ্যের রোহিঙ্গাসহ সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধে সু চি সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদের এই নিন্দা প্রস্তাব মেনে চলার আইনি বাধ্যবাধকতা নেই।

এরইমাঝে, মিয়ানমারের প্রতিনিধি হাও ডু সুয়ান প্রস্তাবটিকে তার দেশের ওপর রাজনৈতিক চাপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন- মানবাধিকার রক্ষার নামে আবারও জাতিসংঘের দ্বিমুখী আচরণ প্রকাশ পেলো। তার অভিযোগ, এর মাধ্যমে অঞ্চলটির বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অবিশ্বাসের বীজ বুনলো সংস্থাটি। যার ফলে, মিয়ানমারের নতুনভাবে ছড়াতে পারে জাতিগত দাঙ্গা। ২০১৭ সালে, সেনাবাহিনীর অত্যাচার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version