Site icon Jamuna Television

ইদলিব ছেড়ে পালিয়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ

রুশ-সিরিয় জোটের অভিযানের জেরে গেল দু’সপ্তাহে ইদলিব ছেড়ে পালিয়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- ওসিএইচএ।

এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলমান অভিযানের কারণে প্রায় জনশূন্য হয়ে পড়েছে ইদলিবের দক্ষিণাঞ্চলীয় মারাত আল নুমান। আতংকে পালানোর প্রস্তুতি নিচ্ছে আশপাশের অঞ্চলগুলোর আরও হাজারো মানুষ। নিরাপত্তার তাগিদে ঘরবাড়ি ছেড়ে উত্তরের দিকে ছুটছে এসব মানুষ। বেশিরভাগের লক্ষ্য তুর্কি সীমান্তবর্তী শরণার্থী শিবির। অনেকে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী আলেপ্পো প্রদেশে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গৃহহীন এসব মানুষের জন্য প্রয়োজন জরুরি মানবিক সহায়তা। পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপের তথ্য অনুসারে, সাম্প্রতিক অভিযানে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক মানুষ।

Exit mobile version