Site icon Jamuna Television

ইসরায়েল-ফিলিস্তিনকে আলোচনায় বসার আহ্বান পোপের

জেরুজালেমে শান্তি আনতে ফিলিস্তিন-ইসরায়েল উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানালেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

সোমবার, সেইন্ট পিটার্স স্কয়ারে বড় দিনের ঐতিহ্যবাহী ভাষণে এ আহ্বান জানান পোপ। বিশ্ববাসীর উদ্দেশ্য বলেন, ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনার কারণে যেসব শিশু দুর্ভোগে পড়েছে তদের মধ্যে যিশুকে দেখতে পাচ্ছি। শান্তিপূর্ন সহাবস্থানের মাধ্যমে জেরুজালেম সংকট সমাধানের আশাবাদ জানান তিনি। চলতি মাসের শুরুতে জেরুজালেমকে এক তরফাভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রেক্ষিতে এ মন্তব্য করেন পোপ। যদিও জেরুজালেমকে ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবেই মানে ফিলিস্তিনিরা।

Exit mobile version