লিবিয়ায় আবারও সংঘাতের শঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড ‘জিএনএ’ মোতায়েন করেছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য।
উত্তর আফ্রিকার দেশটিতে জিএনএর প্রতিপক্ষ খলিফা হাফতার বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। গেলো কয়েক দিন ধরেই রাজধানী ত্রিপোলির বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে বিমান ও ড্রোন হামলা। ২০১৬ সালে ‘জিএনএ’ সেনাবাহিনী থেকে রাজধানী দখলে নেয়ার চেষ্টা করে হাফতার বাহিনী।
পরে জাতিসংঘের হস্তক্ষেপে সমঝোতা হয়। এদিকে, ‘জিএনএ’ সমর্থনে দেশটিতে তুর্কি সেনা পাঠানোর কথা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

