Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় দুই কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নিহত

চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও তার দুই মেয়ে নিহত হয়েছে। এছাড়া, নাটোর ও ঝিনাইদহে মারা গেছে দুইজন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে পরিবার নিয়ে ঢাকায় আসছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। গাড়িটি সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীতমুখী লরির সাথে সংঘর্ষ হয়। এসময় ধাক্কা দেয় আরেকটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই সাইফুজ্জামানের দুই মেয়ে আতরা আনাম খান ও তাসমীন জামান খান নিহত হয়। আহত হয় সাইফুজ্জামান, তার স্ত্রী কনিকা আক্তার ও ছেলে মোহাম্মদ মন্টু। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সেখানে মারা যান বাবা। আহত দু’জনের অবস্থা গুরুতর। এদিকে, ঝিনাইদহ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো দুইজন।

Exit mobile version