Site icon Jamuna Television

জনগণের জন্য কাজ করেই ক্ষমতায় যেতে হবে: অ্যাড. সালমা ইসলাম

জনগণের জন্য কাজ করেই ক্ষমতায় যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, পক্ষপাতিত্ব, ব্যক্তিস্বার্থ ত্যাগ করে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।

কাউন্সিলে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ৫৪ টি জেলা কমিটি সম্পন্ন হয়েছে। বাকি কমিটি ১ মাসের মধ্যে করার নির্দেশ দেয়া হয়েছে। দলে বিভক্ত নাই, সবাই উপস্থিত আছে কাউন্সিলে। যারা কাজ করবে তাদের পুরস্কৃত করা হবে। যারা অত্যাচার করেছে তারা আজ শাস্তি পাচ্ছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের সমর্থনে আপনারা ক্ষমতায় আছেন। আপনার কর্মীরা যেন আমাদের কর্মীদের উপর অত্যাচার না করে, মিথ্যা মামলা না দেয়।

Exit mobile version