Site icon Jamuna Television

এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে: জিএম কাদের

এরশাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় পার্টির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই জাতীয় পার্টির উদ্দেশ্য। এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন। প্রায় ১০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটিই প্রথম কাউন্সিল। সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তাদের মাঝে দেখা যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা। নেতাকর্মীদের প্রত্যাশা করেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এগিয়ে যাবে জাতীয় পার্টি ।

Exit mobile version