Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুখেরটেক এলাকায় সফেদা বেগম (৩৬) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে তার মৃত্যৃর কারণ জানা যাবে।

নিহত সফেদার মা মোমেলা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা দিকে সফেদা বেগমের সাথে তার স্বামী তাফাজ্জল হোসেনের পরিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তাফাজ্জল হোসেন রাগ করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি চলে যায়। রাত আনুমানিক ৮ টার দিকে সফেদা বেগম ঘর থেকে বের হয়। এরপর বিভিন্ন জায়গায় খুঁজে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের বালুর মাঠে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version