Site icon Jamuna Television

১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পুরোদমে চলছে প্রস্তুতি।

আজ শনিবার সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ৫ জানুয়ারির মধ্যেই ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে। সেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের বেশিরভাগ কাজ এরইধ্যেই শেষ হয়েছে। চলছে ময়দানে বিদ্যুৎ সংযোগ, রাস্তা সংস্কারসহ আনুসাঙ্গিক কাজ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version