Site icon Jamuna Television

নদীর পাড় থেকে ফুটফুটে কন্যা শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বাগাতিপাড়া থেকে সদ্য নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকাল ১১টার উপজেলার বিহারকোল এলাকায় বড়াল নদীর পাড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটি এখন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। শিশুটিকে আপাতত স্থানীয় নিঃসন্তান এক দম্পতির হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বিহারকোল বাজারের পেছনে স্থানীয় একজন শিশুর কান্না শুনতে পেয়ে এগিয়ে গেলে বড়াল নদীর ধারে লেবু গাছের নিচে পড়ে থাকতে দেখেন ফুটফুটে শিশুটিকে। এরপর আরও কয়েক জনের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন তিনি। পরে শিশুটিকে থানা পুলিশের সহযোগিতায় বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা জানান, শিশুটি সুস্থ আছে। তবে ঠাণ্ডায় নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানোর সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শিশুটি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত দত্তক নিতে আগ্রহী এক দম্পতির জিম্মায় রাখা হয়েছে।

এ ঘটনার পর থেকে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। যাচাই করে নির্দিষ্ট একজনের জিম্মায় দেয়া হবে।

Exit mobile version