Site icon Jamuna Television

ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূরের কণ্ঠে আজান ভাইরাল

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূরের কন্ঠে আজানের একটি ভিডিও ক্লিপ। এরপর থেকেই শ্রোতা ও ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।

বৃহস্পতিবার রাতে পলাশ নূর তার ফেসবুক টাইমলাইনে তার দেয়া আজানের ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে লিখেন ‘আমাদের অফিসের নীচে একটা নামাজ ঘর আছে। যেখানে মাগরিবের আযানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেব ও কয়েকজন বড়ভাই, কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহি:প্রকাশ। আজ বড়ভাই-সহকর্মী ডিউকভাই আযানের একটা ভিডিও করে ফেললো । ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি । কারণ আমার কাছে আযান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আযান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসে তো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমিন।’

তার আপলোড করার পরপরই ভিডিওটি খুব দ্রুত ভক্তদের মাঝে ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগে ওয়ারফেজের মূল ভোকালিস্ট হিসেবে যোগদান করেন পলাশ নূর।

Exit mobile version