Site icon Jamuna Television

ইয়েমেনি হুতি সেনাদের হামলায় বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত

ইয়েমেনি হুতি সেনাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা।

শুক্রবার হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।

জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদির নাজরান প্রদেশের বীর আসকার ক্যাম্পে হুতি সেনাদের বাদর পি-ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আহত ও নিহত হয় বহু সৌদি সেনাসদস্য।

জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি আরবের বিমান হামলার জবাবে নাজরান প্রদেশের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে নারী ও শিশুসহ হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে ইয়েমেন।

Exit mobile version