Site icon Jamuna Television

শৈত্য প্রবাহ থাকবে আরো কয়েকদিন

হাড় কাঁপানো শীতের সাথে হিমেল বাতাস সারা দেশে। সাথে ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন।

সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। কুয়াশার চাঁদরে মোড়ানো চারপাশ। কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। অনেক স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ঘরকুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বেড়েই চলেছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ঘন কুয়াশার কারণে ব্যাহত নৌযান চলাচলও।

Exit mobile version