Site icon Jamuna Television

আলিগড় বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, মামলায় আসামি এক হাজার

উত্তর প্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সহিংসতার অভিযোগে অজ্ঞাত নামা এক হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গেলো ১৫ ডিসেম্বর সহিংসতার জেরে শনিবার এ মামলা করা হয়।

পুলিশের দাবি, এদিন আন্দোলনের নামে, ভাংচুর, অগ্নিসংযোগ এবং প্রশাসনের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।

যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্য। ছোড়া হয় টিয়ার গ্যাস, জল কামানা। এতে আহত হয় কমপক্ষে দেড়শ শিক্ষার্থী। এছাড়া ঘটনাস্থল থেকে আটক করা হয় একশ’ জনকে।

Exit mobile version