Site icon Jamuna Television

ঝাড়খন্ডে আজ শপথ নেবেন হেমন্ত সরেন

ঝাড়খন্ডে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেস-জেএমএম-আরজিডি’র জোটের নেতা হেমন্ত সরেন। রাজ্যটির রাজধানী রাঁচির মোরহাবাদী ময়দানে হবে অভিষেক সভা।

এতে যোগ দেয়ার কথা র‍য়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। এছাড়াও অংশ নেবেন সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব।

ভারতীয় গণমাধ্যম বলছে, নতুন নেতৃত্বে ডেপুটি হতে পারে কংগ্রেস নেতা রাজেন্দ্র সিং অথবা আলমগীর আলম। ৮১ আসনের বিধানসভায় ৪৭টিতে জয় পেয়েছে এই জোট। অন্যদিকে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি পায় মাত্র ২৫ আসন।

Exit mobile version