Site icon Jamuna Television

জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ৪৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ খবর পর্যন্ত ব্লাকক্যাপদের সংগ্রহ চার উইকেটে ১০৭ রান।

আগের দিনের ১৩৭ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৪৮৮ রানের টার্গেট তাড়া করতে নামা নিউজিল্যান্ড শিবেরে হানা দেন জেমস প্যাটিনসন। ৮ রানে টম ল্যাথামকে ফিরিয়ে প্রথম সাফল্য পান এই অজি। এরপর শুন্য রানে কেন উইলিয়ামসন আর দুই রানে রস টেইলরকে সাজঘরে পাঠান প্যাটিনসন। তাতেই ৩৫ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। সেট হয়ে ৩৩ রানে হেনরি নিকোলস ফিরলে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৭ রানের জবাবে মাত্র ১৪৮ রানে অলআউট হয়েছিলো ব্লাকক্যাপরা।

Exit mobile version