Site icon Jamuna Television

লিবিয়াতে তুর্কি সেনাদের ঢুকতে দেবে না হাফতার বাহিনী

লিবিয়ায় কখনোই তুর্কি সেনাদের ঢুকতে দেয়া হবে না। এরদোগান প্রশাসনের সেনা পাঠানোর সিদ্ধান্ত সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল। এমন মন্তব্য করেছেন হাফতার বাহিনীর নেতা আগুইলা সালেহ।

তিনি বলেন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ অপ্রত্যাশিত। যদি, তুরস্ক সেনা পাঠায় তা হবে স্পষ্ট আন্তর্জাতিক আইন পরিপন্থি। এরআগে, জাতিসংঘ সমর্থিত সরকারের পক্ষে কাজ করতে ত্রিপোলিতে সেনা পাঠানোর ঘোষণা দেয় আঙ্কারা।

এদিকে, শনিবার রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদারের পর হাফতার বাহিনীর ওপর হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

Exit mobile version