ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার পর ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাস বন্ধ রয়েছে। এর সুযোগ নিয়ে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।
গত বৃহস্পতিবারও মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

