Site icon Jamuna Television

আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তরে আতিক, দক্ষিণে তাপস

ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণে লড়বেন শেখ ফজলে নূর তাপস।

আজ দলের সাধারণ সম্পাদক তাদের নাম ঘোষণা করেন। এসময় কাউন্সিলরদের নামও ঘোষণা করা হয়।

শনিবার রাতে প্রার্থী চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে বৈঠক করে মনোনয়ন বোর্ড। সেখানে প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ নাম ঘোষণা করা হয়।

এদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশনে বাদ পড়ছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

এবার মেয়র পদে আওয়ামী লীগের ৩০ জন দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন। ১৭২টি কাউন্সিলর পদের জন্য ফরম কিনেছেন ১ হাজার ৩০৯ জন।

Exit mobile version