Site icon Jamuna Television

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানি অব্যাহত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। তিন কার্যদিবসেও শেষ হয়নি তাঁর আইনজীবী আব্দুর রেজাক খানের যুক্তিতর্ক উপস্থাপন। যুক্তিতর্ক শুনানি শেষ হলেই মামলার রায়ের দিন ধার্য করা হবে।

যুক্তিতর্ক শুনানিতে ছিলেন খালেদা জিয়া। তৃতীয় দিনের যুক্তিতর্ক শুনানিতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আব্দুর রেজাক খান বলছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মামলায় সাক্ষী করা হয়নি। অনেক কাগজপত্র আসল নয়। মামলাটিতে খালেদা জিয়ার দোষ প্রমাণ হয়নি।

এদিকে বুধবারের যুক্তিতর্ক শুনানিতে উপস্থিত থাকবেন খালেদা।

যমুনা অনলাইন/এইচকেএফ

 

Exit mobile version