Site icon Jamuna Television

মনোনয়ন প্রত্যাশী বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব চলছে। আজ সাড়ে ১০টার দিকে সাক্ষাৎকার পর্ব শুরু হয়।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চলছে উত্তর সিটি করপোরেশন কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার। এদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে চলছে দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার।

ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে ৪৭৬জন প্রার্থী দলের মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনেও ভূমিকা রাখার কথা জানান তারা। এদিকে পরীক্ষিতদের দলে জায়গা হবে বলে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version