Site icon Jamuna Television

বাদ পড়লেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। ফলে এই সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন বাদ পড়েছেন।

রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। উত্তরে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দল।

বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাঈদ খোকন। ওইদিন তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। আমি সবসময় ঢাকাবাসীর পাশে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি দায়িত্বে কোনো অবহেলা করিনি।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র।

Exit mobile version