Site icon Jamuna Television

গুগলের ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে জন্মদিনের শুভেচ্ছা

চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে ডুডল প্রদর্শন করা হচ্ছে। শিল্পীর ১০৬তম জন্মদিনে শুভেচ্ছা জানাতেই এমন ডুডল প্রদর্শন করেছে গুগল। বাংলাদেশ থেকে গুগলে গেলে এমন ডুডল দেখতে পারবেন ব্যবহারকারীরা।

ডুডলে দেখা যাচ্ছে- একটি গাছের নিচে বসে তুলি হাতে ছবি (গুগল লেখা) আঁকছেন জয়নুল আবেদিন এবং পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে কাঁধে কলস বহনকারী এক ব্যক্তি। যার পোশাকে ধরা পড়ে দুর্ভিক্ষের ছাপ।

ডুডলের ওপর ক্লিক করলে জয়নুল আবেদিনকে নিয়ে গুগলের নানা অনুসন্ধানের ফলও দেখা যাবে।

১৯১৪ সালে ময়মনসিংহ জেলায় জন্ম গ্রহণ করেন বিশ্ববরেণ্য এই শিল্পী। ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

Exit mobile version