Site icon Jamuna Television

শরীর ভালো না লাগলে আমিই জানবো সবার আগে: মা হওয়ার গুঞ্জনে দীপিকা

বলিউডের ক্রেজ জুটি দীপিকা-রণবীর গাঁটছড়া বেঁধেছিলেন আরও ৩ বছর আগে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন, মা হতে চলেছেন দীপিকা। এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি দীপিকা পাড়ুকোন কমলা রঙের একটি বডিকন ড্রেস পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবিতেই দীপিকার ‘বেবি বাম্প’ দেখেই আলোচনার সূত্রপাত। এরপর রণবীরের একটি ছবিতে কিছুদিন আগেই দীপিকা ‘ড্যাডি’ বলে কমেন্ট করেছিলেন। এতে গুঞ্জনের পালে হাওয়া লাগে। অনেকের মনেই প্রশ্ন জাগে– আসলেই কি মা হতে চলেছেন দীপিকা?

গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে দীপিকার সাফ জবাব, অন্তঃসত্ত্বা হওয়ার গুজবে তিনি কান দেন না। তিনি বলেন, এসব বিষয় আমাকে আর প্রভাবিত করতে পারে না। আমার শরীর ভালো না লাগলে আমিই জানবো সবার আগে। আবার কোনো দিন ফিট লাগলে আবার আমিই সবচেয়ে আগে সেটি জানবো। অন্য কেউ আমার থেকে ভালো জানবে না।

২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছপক’ ছবিটি। এটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Exit mobile version