Site icon Jamuna Television

সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি

নবম কাউন্সিলের একদিন পর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিনিয়র কো-চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর কো-চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমীন হাওলাদার, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং সৈয়দ আবু হোসেন বাবলা।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দলের নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জিএম কাদের। মহাসচিব নির্বাচিত হন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

নবম কাউন্সিলে বেগম রওশন এরশাদের জন্য ‘প্রধান পৃষ্ঠপোষক’র পদ সৃষ্টি কর হয়েছে।

Exit mobile version