Site icon Jamuna Television

দেশের স্থিতি নষ্ট করতেই বিএনপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: মির্জা ফখরুল

দেশের স্থিতি বিনষ্ট করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ অভিযোগ করেছেন দলটি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন।

এর আগে বেলা ১২টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে নিক্ষেপ করা হয় তিনটি ককটেল। পরে সেটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

Exit mobile version