Site icon Jamuna Television

এমপি বাদশাকে প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেফতারের দাবি মেননের

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমিকদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটির সভাপতি রাশেদ খান মেনন।

আজ সকালে রাজধানীর তোপখানা রোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি অভিযোগ করেন, গেলো ২২ ডিসেম্বর রাজশাহী শহরের খালপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বস্তি উচ্ছেদ কার্যক্রমে বাধা দিলে তাকে মোবাইল ফোনে প্রাননাশের হুমকি দেয়া হয়। এবিষয়ে, মহানগর পুলিশের কাছে অভিযোগ জানালেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Exit mobile version