Site icon Jamuna Television

আগামী ৫ বছরে দেশে প্রতি ১০ জনে ১ জন দরিদ্র মানুষ থাকবে

আগামী ৫ বছরের মধ্যে ১০ জনে একজন দরিদ্র মানুষ থাকবে দেশে। বর্তমানে ৫ জনে একজন দরিদ্র বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ রোববার দুপুরে চীন-বাংলাদেশ সর্ম্পক এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক সেমিনারে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সরকার চীনসহ প্রতিবেশিদের সাথে সহযোগিতামূলক সর্ম্পক রেখে উন্নয়ন এগিয়ে নিচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী।

এক দশকে দারিদ্রের হার ২০ শতাংশে নেমেছে। আগামীতে আরও কমাতে উদ্যোগ নেয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী।

সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে কলামিষ্ট আবুল মুকসুদ বলেন, চীনের উন্নয়নের ভাল দিকগুলো থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশকে। উন্নয়ন টেকসই করতে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশে চীন বড় বিনিয়োগকারী দেশ, তাই আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়ন সহযোগীতা অব্যাহত রাখার কথা জানান, চীনা রাষ্ট্রদূত।

Exit mobile version