Site icon Jamuna Television

শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ সময় ২০ টি অবৈধ স্থাপনা সহ মোট ছয় লক্ষ টাকা বালু বাস, ড্রেজার নিলামে বিক্রি করা হয়।

রোববার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৪ ড্রেজার, দুটি স্থাপনা পাকা স্থাপনা, দুটি টিনশেড ঘর এবং প্রায় 2,000 ফুট বর্গফুট নদী দখল করে গড়ে ওঠা বাসের জেটি সহ প্রায় 20 টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর এর যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, সোনারগাঁয়ের কুতুবপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে বালুর ব্যবসা করে আসছিল কতিপয় ব্যবসায়ী। এসব বালু নিলাম তুলে ১ লাখ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া চারটে ড্রেজার নিলামে ৪ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। নদীর তীরের যেটি করা বাঁশগুলো ১০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

Exit mobile version