Site icon Jamuna Television

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন অজি পেসার পিটার সিডল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজি পেসার পিটার সিডল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ১১ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৫ বছর বয়সি এই পেসার।

অজিদের হয়ে ৬৭ টেস্টে ৩০.৬৬ গড়ে পেয়েছেন ২২১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও এ বছর অ্যাশেজই শেষ টেস্ট হয়ে রইল সিডলের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

মেলবোর্ন টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শুরুর আগে সতীর্থদের অবসর নেওয়ার কথা জানান সিডল। বড়দিনের পরদিন বক্সিং ডে-তে এ টেস্ট শুরুর প্রথম দিনে সিডল মনের কথাটা জানিয়েছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সিডলকে জন্মদিনে হ্যাটট্রিক করার জন্য মনে রাখবেন অনেকে। ২০১০ সালে গ্যাবা টেস্টে এ নজির গড়েছিলেন তিনি।

২০০৮ সালে শচীন টেন্ডুলকারকে টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার বানিয়ে দুর্দান্ত অভিযাত্রাটা শুরু করেছিলেন সিডল।

Exit mobile version