Site icon Jamuna Television

ডিএনসিসি উপনির্বাচন: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনের তফসিল। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হবে ঢাকা উত্তর সিটির মেয়র উপনির্বাচন। এজন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে সম্মত হয়েছে বোর্ডগুলো।

আজ দুপুরে নির্বাচন ভবনে ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের এ বিষয়ে বৈঠক হয়। বোর্ডের প্রতিনিধিরা পরীক্ষা পেছানোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

পরে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, ভোট গ্রহণের দিন এখনও ধার্য হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট হবে।

 

Exit mobile version