Site icon Jamuna Television

সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
জমিজমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ আতিকুর রহমান (৩৫) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আতিকুর রহমান প্রতিদিনের সংবাদ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম পূয়ালী গ্রামের এমদাদ আলী বেপারীর ছেলে মোঃ আতিকুর রহমানের সঙ্গে একই বাড়ির মোঃ কবির হোসেন বেপারীর সাথে ঘর তোলা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায় কবির হোসেন বেপারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আতিকের মাথায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার এসআই মোঃ ফরিদ আহমেদ শেখ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version