Site icon Jamuna Television

মোবাইল স্ক্রিনের দাগ দূরকরণ সহজেই

কাজের প্রয়োজনে অথবা বেখেয়ালি মনে নিজের অতি পছন্দের এবং প্রয়োজনীয় স্মার্টফোনটি যেখানে-সেখানে রাখতে হয়। আর তাতেই প্রায়ই ফোনের টাচ স্ক্রিনে নানারকম স্ক্রাচ বা দাগ পড়ে। মোবাইল ফোনের টাচ স্ক্রিনের রক্ষণাবেক্ষণ খুবই প্রয়োজনীয় বিষয়। আবার প্যান্টের পলেটে রাখলে অনেক সময় জামাকাপড়ের ঘষাতে টাচ স্ক্রিনে দাগ পড়ে যায়। এ নিয়ে সবাই মোটামুটি চিন্তিত থাকে।

টাচস্ক্রিনের দাগ দূর করার কয়েকটি উপায় : টাচ স্ক্রিন পরিষ্কার করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত খুব আলতোভাবে স্ক্রিনটি পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত পরিষ্কার করার সময় ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে পরিষ্কার করবেন না। এভাবে পরিষ্কার করলে আর্দ্রতার ঝুঁকি থাকে। এর বদলে কাপড়টি স্ক্রিনের চারপাশে গোলগোল করে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে। এতে ঝুঁকিও কম থাকবে আর ক্রিনেও কোনো দাগ পড়বে না। টাচ স্ক্রিন পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ নয়, যে কেউ অনায়াসে এটি করতে পারেন। স্ক্রিনের দাগ মোছার জন্য একটি লিকুইড ব্যবহার করুন। ফোনের দোকানে এ লিকুইড কিনতে পাওয়া যায়। লিকুইড দিয়ে শুকনো কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন। দেখবেন দাগ খুব তাড়াতাড়ি উঠে যাবে। স্মার্টফোন, ট্যাব কিংবা টিভির টাচ স্ক্রিন পরিষ্কার করতে সব সময় মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এটি খুবই নরম হওয়ায় স্ক্রিনে কোনো স্ক্র্যাচ আসে না। মোবাইলের স্ক্রিনগার্ড লাগানোর সময় দোকান থেকে এই কাপড় নিতে কখনোই ভুলবেন না। চশমার দোকানেও এই কাপড় অনায়াসেই পেয়ে যাবেন। সাধারণত সুতির কাপড়ের তুলনায় অনেক বেশি নরম হয় এই কাপড়।

Exit mobile version