Site icon Jamuna Television

সোমবার গণতন্ত্র বিজয় উৎসব পালন করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সোমবার বিকাল ৩টায় সারা দেশে গণতন্ত্র বিজয় উৎসব পালন করবে আওয়ামী লীগ। এ কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাতে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে করেন ওবায়দুল কাদের। সেখানে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিতদের নাম ঘোষণা করেন তিনি। ঢাকা উত্তরে ১৮ জন ও দক্ষিণে ২৫ জন সহ মোট ৪৩ জন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের প্রতি সমর্থনের জানিয়েছে আওয়ামী লীগ।

এর আগে রোববার সকালে ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Exit mobile version