Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে একটি গির্জায় এলোপাতাড়ি গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেকজন। নিরাপত্তাকর্মীর পাল্টা অভিযানে প্রাণ হারায় আততায়ী।

ওয়েস্ট ফ্রিওয়ে চার্চে রোববারের প্রার্থনা চলাকালে হয় হামলাটি। গোলাগুলির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে বন্দুকধারী। পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একে সন্ত্রাসী হামলা আখ্যা দিতে নারাজ পুলিশ। গির্জা ও আশেপাশের এলাকায় কঠোর করা হয়েছে নিরাপত্তা।

রাজ্য গর্ভনর গ্রেগ অ্যাবোট একে ‘অশুভ চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন। চলতি বছর, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ ম্যাস-শুটিংয়ের ঘটনাগুলো হয়েছে টেক্সাসে।

আগস্টে, এল পাসোর শপিংমলে বন্দুকধারীর হামলায় প্রাণ যায় ২২ জনের; যাদের বেশিরভাগ মেক্সিকান।

Exit mobile version