Site icon Jamuna Television

সাবেক প্রেমিকের উপর নজরদারির দায়ে আড়াই লক্ষ টাকা জরিমানা!

সাবেক প্রেমিকের উপর নজরদারির দায়ে ১০ হাজার দিরহাম (প্রায় আড়াই লক্ষ বাংলাদেশি টাকা) জরিমানা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক নারীকে। দেশটির রাস আল খাইমাহ প্রদেশের আদালত এ রায় দেয়।

এরআগে মিথ্যা একটি অভিযোগে তাকে কারাগারে প্রেরণ করে বলে জানায় এই প্রেমিক। তারপর থেকেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।

আদালতে ঐ ব্যক্তির আইনজীবি জানায়, একটি শপিং মলে এই নারী তার মক্কেলের ছবি তুলে এবং তা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনের সাথে শেয়ার করে যা তার মক্কেলের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে।

তবে ঐ নারীর আইনজীবি জানায়, তার সাবেক প্রেমিক তাকে অনুসরণ ও উত্যক্ত করার উদ্দেশ্যে সেখানে যাবার ফলে তার মক্কেল কিছু ছবি তুলে তা পুলিশে অভিযোগ দায়েরের জন্য কয়েকজন বন্ধুর নিকট পাঠায়।

তবে ঐ শপিং মলের পার্কিং লটের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঐ নারী তার সাবেক প্রেমিকের অজান্তেই তার মোবাইল ফোন দিয়ে বেশ কয়েকটি ছবি নিয়েছেন। আদালত এটি দেখার পর ঐ নারীকে ১০ হাজার দিরহাম জরিমানা করে।

Exit mobile version