Site icon Jamuna Television

নিউ ইয়ার উপলক্ষ্যে আতশবাজি ও উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ: ডিএমপি

ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে আতশবাজি নিষিদ্ধ ও খোলা জায়গায় কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ইংরেজি নববর্ষের নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্রধারীদের তল্লাসী করে ছাড়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর সকল যানবাহন প্রবেশ নিষিদ্ধ বলেও জানান তিনি।

এসময়, সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

Exit mobile version