Site icon Jamuna Television

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

আজ সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে উত্তরা ইপিজেড’র সামনে ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়। গুরুতর অবস্থায় ইজিবাইকের ৩যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জামিয়ার রহমান মারা যায়। তার বাড়ি জেলা সদরের দারোয়ানী বকশিপাড়ায়।

অপর আহত চড়াইখোলা বসুনিয়াপাড়ার ফারুক হোসেন ও একই এলাকার সিপাইটারীর জাহিদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Exit mobile version