Site icon Jamuna Television

ফেসবুকে পরিচয়, ভাইবারে বিয়ে!

জয়পুরহাটে মোবাইলের মাধ্যমে প্রবাসীর সাথে বিয়ের নাটক সাজিয়ে, টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কনে ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। মালঞ্চা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর কনে শবনম মুস্তারী এমি, প্রেমের সম্পর্ক গড়ে তোলে লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী হারুনের সাথে। পরে ভাইবারের মাধ্যমে তাদের বিয়েও হয়। এরপর থেকে কনে এমি ওই প্রবাসীর কাছ থেকে ৪ বছরে প্রায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেয় মা-বাবার সহযোগিতায়। গেল ১৫ ডিসেম্বর হারুন দেশে ফিরলে বিয়ের কথা অস্বীকার করে মেয়েটি। বিয়ের প্রমানসহ থানায় মামলা করলে গ্রেফতার হয় অভিযুক্ত ৩ জন।

Exit mobile version