Site icon Jamuna Television

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক মালেক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হোসাইন আহমেদ হেলাল (দৈনিক ইনকিলাব/নতুন চাঁদ) এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মালেক (দৈনিক ইত্তেফাক) বিজয়ী হয়েছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে জান্নাতুল ফেরদৌস নয়ন (ইটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম স্বপন (চ্যানেল ২৪/যায়যায়দিন), কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার (দৈনিক আজকের প্রত্যাশা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা (সাপ্তাহিক রামগঞ্জ দর্পন), ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান মনির (দৈনিক সমকাল/একাত্তর টিভি), প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম শিবলু (দৈনিক আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ) ও রবিউল ইসলাম খান (ডেইলি আবজারভার) বিজয়ী হয়েছেন।

সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এড. মো. আবুল বাশার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। প্রেসক্লাবের ৭৭ জন সদস্যের মধ্যে নির্বাচনে বিভিন্ন পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. ইসমাইল হোসেন জবু (দৈনিক খবর)।

Exit mobile version