Site icon Jamuna Television

পরাজিতদের জন্য আজ কালো দিবস: ওবায়দুল কাদের

১/১১ পরবর্তী ২০০৮ এর নির্বাচনে জয়লাভের দিনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দিবসের আনুষ্ঠানিকতায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পরাজিতদের জন্য আজ কালো দিবস।

বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যারা বিজয়ী তাদের জন্য দিনটি আনন্দময় শুভ দিন।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র হত্যার জনক। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের জানান, দলে কোনো অপরাধীর সুযোগ নেই। শুদ্ধি অভিযানের সংগে সংগতি রেখে আওয়ামী লীগের কেন্দ্র এবং নগরে নেতৃত্ব নির্বাচন করেছেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্তমান কমিটির শীর্ষ নেতারা যোগ দেন।

Exit mobile version