Site icon Jamuna Television

চেয়ারম্যানকে চা দিতে দেরি হওয়ায় দোকানদারকে মারধর

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ উঠেছে। চা দিতে দেরি হওয়াতে চা দোকানদারকে ডেকে নিয়ে মারধর করে দোকানও বন্ধ করে দেয় চেয়ারম্যানসহ তার লোকজনেরা।
সোমবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিষয়ে চা দোকানদার বিল্লাল হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী চা দোকানদার বিল্লাল হোসেন বলেন, সোমবার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে ৪ কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়াতে আমাকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি ও গালে চর-থাপ্পর মারেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। চেয়ারম্যান ও তার ভাই আব্দুল খালেক প্রামানিকসহ তার লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। এ ব্যাপারে কালিহাতী থানায় চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই খালেক অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করে বলেন, আমার এলাকার ছেলে, আমার ঘরেই থাকে আমাকে চা দিবে না এ কারণে ধমক দিয়েছি। আমি চেয়ারম্যান হয়ে শাসন করতেই পারি।

এবিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version