Site icon Jamuna Television

সাকিবের রেকর্ড ভেঙে বিপিএলে ইতিহাস গড়লেন ওয়াহাব

বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলে নতুন ইতিহাস গড়লেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের এ তারকা পেসার সোমবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। সাকিব ২০১৭ সালে মাত্র ৩.৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।

সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকা প্লাটুন (১৭৪/৫) যে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালসকে (১০০/১০), তার মূলে সাবেক পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজের অমন বিধ্বংসী বোলিং। ওয়াহাব ফিরে যাচ্ছেন দেশে। যাবার বেলায় আগুন ঝরালেন।

এক পর্যায়ে কোনো রান না দিয়ে চার উইকেট তুলে নিলেন। ম্যাচসেরা তিনিই। বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার ওয়াহাবের। তার স্বদেশি মোহাম্মদ সামি ২০১৭-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ রানে চার উইকেট নিয়েছিলেন রাজশাহী কিংসের হয়ে। একই বছর সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে।

Exit mobile version